সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ছাগলনাইয়া >> দাগনভূঞা >> পরশুরাম >> ফুলগাজী >> ফেনী >> ফেনী সদর >> সোনাগাজী >> স্বাস্থ্য
  • ফেনীতে নতুন করে সরকারী কর্মকর্তা,পুলিশ সহ ৪৯ জনের করোনা শনাক্ত
  • ফেনীতে নতুন করে সরকারী কর্মকর্তা,পুলিশ সহ ৪৯ জনের করোনা শনাক্ত

    ফেনীতে নতুন করে সরকারী কর্মকর্তা,পুলিশসহ আরও ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫শ ৬৩ জন।আর মৃত্যুবরণ করেছেন ১১ জন।এছাড়া সুস্থ্য হয়েছেন ১২১ জন জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
    স্বাস্থ্য বিভাগ জানায়,আজ মঙ্গলবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে ১শ ৪৪ জনের প্রতিবেদন আসে এর মধ্যে নতুন ৪৯ জন সহ পুরনো একজনের পূনরায় করোনা পজেটিভ আসে। নতুন করে সংক্রমিতদের মধ্যে সদরে ২৫, সোনাগাজীতে ১৩, দাগনভুঞায় ৮, ফুলগাজীতে ২ ও ছাগলনাইয়ায় ১ জন।

    সদর উপজেলায় ২৫ জনের মধ্যে ৮ জনই পুলিশ সদস্য বলে জানা গেছে। ছাগলনাইয়ায় আক্রান্ত ২ ব্যক্তির মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রয়েছেন। সোনাগাজী উপজেলায় ১৩ জনের মধ্যে ৭ জনই নবাবপুর ইউনিয়নের বাসিন্দা। সদর ইউনিয়নের ৩ জন, চরছান্দিয়া ইউনিয়নে ২ জন ও মতিগঞ্জ ইউনিয়নে ১ জন। দাগনভুঞায় ৮ জনের মধ্যে চারজন পৌরসভা, ১ জন জায়লস্কর ও ৩ জনের বাড়ি মাতুভূঞায়।

    আজ পর্যন্ত ৪ হাজার ২২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হলে ২ হাজার ৯শ ৯৯ জনের প্রতিবেদন আসে।এখনো ১০২৩ জনের পরিক্ষা ফলাফলের অপেক্ষায় পরিক্ষাগারে রয়েছে।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!