মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ফেনী >> ফেনী সদর
  • “বোনকে আগে হুমকি দিত”আজ হত্যা করে” খুব নির্যাতন করতো পরিবারের সবাই
  • “বোনকে আগে হুমকি দিত”আজ হত্যা করে” খুব নির্যাতন করতো পরিবারের সবাই

    ‘টুটুল খুন করার আগে আজ সকালে আমার বোনকে পরিবারের সবাই নির্যাতন করেছে। তারা আগেও আমার বোনকে মেরেছে। টাকার জন্য টুটুল প্রায় আমার বোনকে মারতো। সে খুন করার হুমকি দিত।’ করুণ কান্না জড়িত কন্ঠে বলছিলেন নিহত তাহমিনা আক্তারের বড় বোন রেহানা আক্তার।

    বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফেইসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনাকে কুপিয়ে হত্যার ভিডিও প্রকাশ করে স্বামী ওবায়েদুল হক টুটুল। ফেনী শহরের বারাহীপুরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। মেয়েকে হত্যার অভিযোগ এনে টুটুলের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে নিহত তাহমিনার পিতা সাহাবউদ্দিন।

    নিহত তাহমিনার বাবা সাহাবউদ্দিন জানান পাঁচ বছর আগে টুটুল ও তাহমিনা প্রেম করে বিয়ে করে। তাহমিনা চট্টগ্রাম একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করত। দেড় বছর আগে তাদের একটি মেয়ে হওয়ার পর টুটুলের পরিবার বিয়ে মেনে নেয়। বিয়ের শুরু থেকে বিভিন্ন সময় তাকে টাকা দিতে হত। তিনি বলেন, কিছুদিন আগ পর্যন্ত টুটুলকে ৭৫ হাজার টাকা ভাগে ভাগে দেয়া হয়েছে। টাকার জন্য সে তাহমিনাকে চাপ দিত।

    মেয়ের হত্যাকান্ড নিয়ে অশ্রুসিক্ত সাহাবউদ্দিন বলেন, টুটুল যেভাবে তার মা, বোন, ভাইকে আলাদা কক্ষে বেঁধে রেখে তাহমিনাকে হত্যা করেছে তা অবিশ্বাস্য।

    নিহতের বড় বোন রেহানা আক্তার বলেন, ছয় মাস আগে টুটুল, তার মা, বোন বৃষ্টি ও ভাই মেহেদী তাহমিনাকে খুব মারধর করে। দুই মাস আমাদের বাড়িতে থেকে সুস্থ হওয়ার পর আবার শশুর বাড়ি ফিরে যায়। টাকা দিলে কিছুদিন ভালো থাকে, এরপর আবার আবার নির্যাতন শুরু হয়। তিনি বলেন, নিজের পছন্দে বিয়ে করায় তাহমিনা কখনো শশুরবাড়ির বদনাম করতে চাইতো না।

    বাবা সাহাবউদ্দিন আরো জানান, কয়েক সাপ্তাহ আগে নিজ গ্রাম গুনবতীতে একটি এনজিও হতে সুদের ওপর ১৫ হাজার টাকা নিয়ে মেয়ের সুখের জন্য টুটুলকে দেন।

    এদিকে টুটুলের পরিবারের সদস্যরা হত্যাকান্ড ও তাহমিনাকে বিভিন্ন সময়ে নির্যাতনের বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানায় টুটুলের ছোট ভাই মেহেদী।তিনি বলেন, ভাবীর অন্য কোথাও পরকীয়া সম্পর্ক আছে, এ নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়ার সূত্র ধরে হত্যার ঘটনা ঘটেছে।

    তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী প্রতিবেশী জানান সকালে মারামারি চিৎকার চেচামেচি শুনে এগিয়ে গেলে টুটুলের মা রেগে বলে, সবার ঘরে ঝগড়া হয় এখানে দেখার কিছু নেই।

    ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, তাহমিনা হত্যায় একটি মামলা দায়ের হয়েছে, স্বামী আটক আছে। তদন্তের প্রেক্ষিতে সার্বিক বিষয় উঠে আসবে।

    মানবাধিকার নেত্রী ও বেসরকারী সংস্থা নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবির বলেন, ‘সারা পৃথিবী যেখানে অদৃশ্য শত্রুর কবলে জর্জরিত। চলছে বৈশ্বিক মহামারীর বিপর্যয়। এমন পরিস্থিতিতে ফেনীতে ঘটেছে আরেকটি ঘৃণ্যতম ঘটনা।
    একজন নারীকে নির্মমভাবে খুনের ভিডিও ফেইসবুকে লাইভে প্রচার- এর চাইতে নৃশংস আর কি হতে পারে। এটি নিঃসন্দেহে অসুস্থ পুরুষতান্ত্রিকতার বহিঃপ্রকাশ। খুনি ব্যক্তি জঘণ্য , অসুস্থ এবং বিকৃত মস্তিষ্কের।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!