নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের উদ্যোগে ফেনী-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর জন্য তৈরী নির্বাচনী প্রচার গানের উদ্বোধন করা হয়েছে ১০ নং ওয়ার্ডে । গতকাল সোমবার সন্ধ্যায় ১০ নম্বর ওয়ার্ড মহিলা মাদরাসা মাঠে নির্বাচনী প্রচারণা গানের উদ্বোধন করেন ফেনী পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
নির্বাচনী প্রচার গানের উদ্বোধন এর সময় নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পৌর ১০ নং ওয়ার্ডে জননেতা নিজাম উদ্দিন হাজারীর নৌকা মার্কার আওয়াজ উঠেছে।তিনি বলেন, “এই ওয়ার্ডকে পুর্বে বলা হতো জামায়াত-বিএনপির ঘাটি অথচ আজ সেখান থেকেই প্রথম নির্বাচনী প্রচার গানের উদ্বোধ হয়েছে। আমি এই ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজন দেখে ভাবাবিষ্ট। আমাদের নেতা নিজাম হাজারী মহোদয় যদি এখানে উপস্থিত থাকতেন তাহলে আপনাদের এই উচ্ছ্বাস দেখে নিশ্চয়ই অনেক বেশী খুশী হতেন। তবে আমি আপনাদের পক্ষ হয়ে এই উচ্ছাসের খবর প্রিয় নেতা নিজাম হাজারীর কাছে পৌঁছে দেব৷”
উক্তওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাব মুন্নার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর খালেদ খান, ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু। আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান। সহ-সভাপতি আলী আশ্রাফ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, অত্র ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম ফয়সাল,সাধারণ সম্পাদক জাহিদুল হক এবং আওয়ামী লীগ ও ওয়ার্ড ছাত্রর্লীগের অন্যান্য নেতাকর্মীরা।