আগামী ৩০ ডিসেম্বর ফেনী পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।তারই ধারাবাহিকতায় ভোটারদের মন জয় করতে মাঠ চোষে বেড়াচ্ছেন নৌকা প্রতিকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী।সোমবার বিকেলে তিনি পৌর শহরের ৭ নং ওয়ার্ডে প্রচার প্রচারণাকালে তিনি বলেন, ফেনীকে একটি আধুনিক যানজট মুক্ত ডিজিটাল শহর গড়ে তুলবো।কোন প্রতিশ্রুতি নয় কর্ম ও সেবা দিয়ে প্রমান করতে চাই। নির্বাচিত হলে শহর উন্নয়নে নিজেকে বিলিয়ে দিবো।
তিনি বলেন, অতীতে দলমত নির্বিশেষে সকল ধরনের সামাজিক কাজে নিজেকে বিলিয়ে দিয়েছি।করোনাকালীন অসহায় দুস্থ সহ ঢাকা চট্রগ্রাম মহাসড়কের যাত্রী চালকদের খাদ্য নিশ্চিত করেছি।পাশাপাশি গরীব অসহায়দের বিয়ে অথবা চিকিৎসায় যতোটুকু সম্ভব আর্থিক ভাবে সহযোগীতা করেছি।
আমি সাধারণ মানুষের পাশে ছিলাম ভবিষ্যতে সেভাবেই সব ধরনের ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের জন্য কাজ করে যাবো, এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। সকল নেতাকর্মী,সমর্থকদের প্রতি আমার আহ্বান, আপনারা মহান সৃষ্টিকর্তার কাছে জননেত্রী শেখ হাসিনা ও ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী সহ আমার জন্য দোয়া করবেন।আস্থা এবং ভালোবাসার সাথে আমাদের পাশে থাকবেন।মহান সৃষ্টিকর্তা যা ভালো মনে করেন, সেটি মেনে নিয়েই কাজ করবো। নিশ্চয়ই আমি ভোটারদের ভোটের মাধ্যমে জয়ী হবো।আপনারাও আমাকে সেবা করার সুযোগ দিবেন ইনশাল্লাহ।