বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের নব গঠিত কমিটিতে স্থান পেয়েছেন ফেনীর সন্তান আবদুল মতিন ভুঁইয়া। গত ১৯ নভেম্বর ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে তাকে দায়িত্ব দেয়া হয়।
মতিন ভুঁইয়া ফেনীর ফুলগাজী উপজেলা দরবার পুর ইউনিয়নের দরবারপুর গ্রামের সন্তান ও চারদলীয় বিএনপি জামাত জোট সরকারের আমলে মামলায় হামলায় নির্যাতিত দুঃসময়ের রাজপথে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।
উল্লেখ্যঃ যে এরআগে আব্দুল মতিন ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক পদে দায়ীত্ব পালন করেছিলেন। তিনি দেশবাসীসহ সকলের দোয়া কামনা করেছেন।