বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • ফেনী বাজুস ভোট যুদ্ধ আগামী শনিবার, শেষ মুহূর্তে চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ
  • ফেনী বাজুস ভোট যুদ্ধ আগামী শনিবার, শেষ মুহূর্তে চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ

    আগামী শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ জুয়েলারি সমিতি ফেনীর নির্বাচনে মুখোমুখি হচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন ভুঞা রুবেল ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চু। তাদের মার্কা যথাক্রমে মাছ ও ছাতা।পরিষদের ১৬জন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।এখন সাধারণ সম্পাদক পদে চলছে লড়াই।মাঠে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি সহ উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে ভোটারদের দারে দারে ঘুরছেন। তবে ভোটে প্রভাব বিস্তার নিয়ে শংকা করছেন ভোটাররা।আর নির্বাচনে জয়ী হলে ব্যবসায়ীদের জন্য কাজ করবেন বলে ঘোষণা দিচ্ছেন দুই প্রার্থীই।

    বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন ভুঞা রুবেল বলেন, প্রথম নির্বাচিত হয়েছি ২০১৩ সালে, নির্বাচনের পর জুয়েলারি সমিতির ফান্ডে ৪ হাজারের কিছু বেশী টাকা পেয়েছিলাম।এবার নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত আমি ৭ লাখ ২৩ হাজার ২৮৬ টাকা জমা করতে সক্ষম পেয়েছি৷ নির্বাচিত হওয়ার পর জুয়েলারি সমিতির অফিসকে ফেনী জেলার একটি মডেল অফিসে পরিনত করেছি৷ আগে জুয়েলারি দোকান গুলোতে নিম্নমানের স্বর্ণ বিক্রি হতো, এসব কম মূল্যের স্বর্ণ বিক্রয়ে নিরুৎসাহিত করেছি। এখন ব্যবসায়ী ভাইয়েরাও সেগুলো থেকে ফিরে এসেছেন। আমি ইতিমধ্যে ফেনীতে গোল্ড লাইফ প্রতিষ্ঠা করেছি৷

    তিনি বলেন, নির্বাচনে জিতলে ব্যবসায়ীদের সমিতি ও আনুষাঙ্গিক ব্যয় ৩০ শতাংশ কমানোর চেষ্টা করবো।
    আমাদের হিন্দু ধর্মবলম্বী ভাইদের জন্য দূর্গাপূজায় নবমীর দিন আধাবেলা ও দশমীর দিন পুরো বেলা ছুটি বাস্তবায়ন করবো। এছাড়া বিশ্বকর্মা পূজায় সমিতির পক্ষ থেকে অনুদানের রীতি চালু করবো।

    তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে সমিতি অফিস আরো প্রশস্ত করার প্রতিশ্রুতি দিচ্ছি, যেন সকল সদস্য বসতে পারেন। আরও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরীতে মনোনিবেশ করবো।

    রুবেল অভিযোগ করেন, যাদের করোনার সময় দেখা যায়নি, মানুষের বিপদে আপদে দেখা যায় না অথচ নির্বাচনের সময় ভোট চাইতে দেখা যায়।

    নির্বাচন নিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম ফারুক বাচ্চু জানান, আমাদের পরিষদের ১৬জন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে। এখন আমাদের পরিষদ সবাই আমার সাথে মাঠে আছে আমাকে জয়ী করতে গণসংযোগ চালাচ্ছে।

    তিনি বলেন, আমি অতীতে একবার সাধারণ সম্পাদক ছিলাম তখন এত উন্নতমানের সুযোগ সুবিধা ছিল না। এখন ডিজিটাল বাংলাদেশ আমি যদি নির্বাচিত হয় ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে আরো উন্নয়ন কিভাবে হয় সে জন্য কাজ করবো। তিনি বলেন, নির্বাচিত হলে ট্যাক্স, ভাড়া কমানোসহ যে কোন ধরনের সমস্যা সামাধানের চেষ্টা করবো। তিনি জানান, ব্যাবসায়ীদের উন্নতির জন্য ইতিমধ্যে একটি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। তা মিটিং এ আলোচনা করে বাস্তবায়ন করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রী স্বর্ণশিল্প উন্নত করার জন্য যে যে প্রদক্ষেপ নিয়েছেন সেগুলো বাস্তবায়ন করার প্রতিশ্রুতি প্রদান করছি।

    তবে সব মিলিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও সহিসংতামুক্ত ভোট গ্রহণের প্রত্যাশা ভোটারদের।

    শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে মধ্যাহ্ন বিরতি দিয়ে বিকাল ৪ টা পর্যন্ত ফেনী শহর ব্যাবসায়ী সমিতির অফিসে বাজুস নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আইনুল কবির শামীম। অন্য দুজন সদস্য হচ্ছেন এডভোকেট নুর হোসেন ও শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!