মজিববর্ষের মূলমন্ত্র’ কমিউনিটি পুলিশিং সর্বত্র এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে পুরাতন ঢাকা-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন গিয়ে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জমান। সভায় বক্তারা কমিউনিটি পুলিশিং গুরুত্বারোপ করে আলোচনা করেন।
সমাবেশে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।