ফেনীর দাগনভূঞা রাজাপুর ইউনিয়নের সমাসপুরে চুরি হওয়া ৬ টিদোকানের মালামাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। এসময় মোঃ মামুন নামে এক চোর কে আটক করে পুলিশ। সে নোয়াখালী সোনাইমুড়ী থানার নদনা বাজার ইউনিয়নের শাখ তোলা গ্রামের আলী আহমদের ছেলে।
দাগনভূঞা থানার নবাগত ওসি ইমতিয়াজ আহমেদ জানান, গত রোববার দিনগত রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর মেইলঘর এলাকায় রাস্তার পাশে ৬ টি দোকানে চুরির ঘটনা ঘটে। এসময় প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। পরে খবর পেয়ে
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাইমুড়ী এলাকা থেকে চোরাইকৃত মালসহ মোঃ মামুন নামে একজনকে আটক করা হয়। জব্দ করা হয় একটি সিএনজি। এঘটনায় দাগনভূঞা থানায় মামলা দায়ের হয়েছে।