বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> ছাগলনাইয়া >> দাগনভূঞা >> পরশুরাম >> ফুলগাজী >> ফেনী >> ফেনী সদর
  • ফেনীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন
  • ফেনীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন

    ফেনীতে সনাতন ধর্মাবলম্ভীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ব্যাপক উৎসাহ উদ্দীপনার ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাদেবীকে স্বর্গে বিদায় জানানো হয়েছে। ভক্তরা চোখের জ্বলে বিদায় দিলো তাদের প্রিয় মাকে।

    ২৬ অক্টোবর সোমবার বিকেলে ফেনীর শহরতলীর কালিপালের দশমী ঘাট, ছোট ফেনী নদী ও মুহুরী নদীতে বিসর্জন দেওয়া হয়।এটি জেলার সবচেয়ে বড় ঘাট হলো দশমী ঘাট।

    এ ঘাটেই হাজার হাজার ভক্তের চোখের জলে মাকে বিদায় জানান ভক্তরা। হিন্দু পুরাণ ও পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার স্বর্গালোকে বিদায় নিলেন। এর আগে ফেনীর সবকটি মন্দিরে সকাল থেকে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!