বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • পরশুরাম >> ফেনী
  • ফেনীর পরশুরামের ভারত সীমান্ত পিলারের কাছ থেকে দু’সহদরের লাশ উদ্ধার
  • ফেনীর পরশুরামের ভারত সীমান্ত পিলারের কাছ থেকে দু’সহদরের লাশ উদ্ধার

    ফেনীর পরশুরাম ভারত সীমান্তবর্তী গুথুমা এলাকা থেকে দু সহদরের লাশ উদ্ধার করেছে বিজিবি। রবিবার সকালে মো: করিম (২৮) ও মো: স্বপন (২৪) নামের দু’ভাইয়ের লাশ উদ্বার করা হয়। তারা একই এলাকার কালাধন মিঞা সরকারের ছেলে।

    বিজিবি ও পুলিশ জানায়,ভারত সীমান্তবর্তী পিলারের কাছে দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় তাদের।একপর্যায় ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পায় লাশগুলো সীমান্তরেখা মাঝ বরাবর ছিল। এসময় ভারতীয় বিএসএফ এর সাথে কথা বলে লাশগুলো ফেরৎ নিয়ে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    সহকারি পুলিশ সুপার সার্কেল নিশান চাকমা জানান, নিহতদের শরীরের কোথাও কোন আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে ভোরে প্রচন্ড বৃষ্টিসহ বজ্রপাত থেকে এমন দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!