ছাগলনাইয়ায় ৩ টি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন ফেনী -১ আসনের সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের ( জাসদ ) সাধারণ সম্পাদক শিরীন আখতার । বুধবার বিকালে উপজেলার বিভিন্ন স্থানে প্রকল্পগুলাের উদ্বোধন করেন সাংসদ । এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল চৌধুরী সহ ইউনিয়ন চেয়ারম্যান গণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , বিকেলে উপজেলার পাঠাননগর ইউনিয়নের নজু ফরায়েজী রাস্তা উন্নয়ন ও সম্প্রসারণ কাজ উদ্বোধন করেন সাংসদ । স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট রাস্তাটির উন্নয়ন ও সম্প্রসারণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩১ লাখ টাকা । এদিকে একই ইউনিয়নের মরহুম আব্দুল হক পাটোয়ারী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাংসদ । স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪৪০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট রাস্তাটির উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৩ লাখ টাকা ।