বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ছাগলনাইয়া
  • ফেনীর ছাগলনাইয়াতে দুই শিশু বলৎকার হাফেজ আবু নাছের গ্রেপ্তার
  • ফেনীর ছাগলনাইয়াতে দুই শিশু বলৎকার হাফেজ আবু নাছের গ্রেপ্তার

     

    ফেনীর ছাগলনাইয়াতে দুই শিশু বলৎকারী হাফেজ আবু নাছেরকে(২৬) গ্রেপ্তার করে আজ ( ৬ অক্টোবর) মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। এর আগে গত ৫ অক্টোবর রাতে ধর্ষণ মামলার আসামী আসামী হাফেজ আবু নাছেরকে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানা এলাকা হতে গ্রেফতার আদালতে জেল হাজতে প্রেরণ করা হয়।
    ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান( পিপিএম) গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণকারীকে গ্রেপ্তার করে। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউপির দক্ষিণ লতিফপুর রমিজ উদ্দিন হাজী বাড়ীর মোঃ ওবায়দুল হকের ছেলে।
    হাফেজ আবু নাছের দুইজন শিশুকে তাহাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন (বলৎকার) করে। এ ঘটনায় ওই শিশুর অভিভাবক ছাগলনাইয়া থানায় মামলা দিলে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ এজহারে উল্লেখ করেন।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!