ফেনীর দাগনভূঞা সালাম নগরে এক প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই নারী।
শেখ ফরিদ মাতুভূঞা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সালাম স্মৃতি জাদুঘর এর কেয়ারটেকার।
দাগনভূঞা থানার ওসি আসলাম সিকদার ও এলাকাবাসী জানান, ওই প্রবাসীর স্ত্রী শেখ ফরিদ এর পাশের বাড়ির বাসিন্দা। গত ১ তারিখ ওই গৃহবধূ শেখ ফরিদ কিছু কথা আছে বলে তার ঘরে আসতে বলে। পরে ওই গৃহবধূ তার ঘরে গেলে শেখ ফরিদ দরজা বন্ধ করে তার উপর ধর্ষণের চেষ্টা চালায়। পরবর্তীতে ঘটনাটি স্থানীয় এলাকাবাসী জানায় ওই গৃহবধূ এবং সোমবার রাতে ওই ভুক্তভোগী নারী দাগনভূঞা থানা শেখ ফরিদ এর বিরুদ্ধে মামলা দায়ের করে। ওসি আসলাম সিকদার জানান,আসামি শেখ ফরিদ কে ধরার চেষ্টা চলছে। বর্তমানে সে পলাতক রয়েছে।
এদিকে এ ঘটনায় দল থেকে শেখ ফরিদ কে বহিস্কার করে আওয়ামী লীগ । উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ ফরিদ কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।