ঢাকা চট্টগ্রাম মহা সড়কের ফেনীর মহিপাল অংশে ১০০ মিটার এলাকা জুড়ে বিভিন্ন স্থান দিয়ে গ্যাস লিকেজের মেরামত করার কাজ শুরু করেছে বাখরাবাদ গ্যাস কোম্পানি। এতে করে দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন ফেনীর বাখরাবাদ কোম্পানীর ব্যবস্থাপক সাহাব উদ্দিন।
এর আগে গত শুক্রবার মহাসড়কের ফেনীর মহিপালের অংশ জুড়ে বিভিন্ন স্থান দিয়ে বুদবুদ করে গ্যাস বের হচ্ছিলো গ্যাস।সেসময় এক ব্যক্তি দিয়াশলাইর আগুন ফেলা মাত্র দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। আর সড়কের মধ্যেই লাইনে ফাটল থাকায় গ্যাস চালিত গণপরিবনহণ গুলো থেকে যেকোন মূহুর্তে প্রাণহানির মতো বড় ধরনে দূর্ঘটনার আশংকা করছিললেন ব্যবসায়ী ও পথচারী সহ স্থানীয়রা।একপর্যায় বিষয়টি সংবাদ মাধ্যমে ব্যপক প্রচারের পর টনক লড়ে কতৃপক্ষের।