ফেনীর সোনাগাজীতে ছােট ফেনীর উপর স্থাপিত সেতুর কাছাকাছি অবস্থান হতে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ইজারাদারের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।আজ বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) তাছলিমা শিরিন এ অভিযান পরিচালনা করেন ।
তিনি জানান , আজ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দুপুর ১ টা হতে ৩ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । অভিযানে দেখা যায় , বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে ছােট ফেনী নদীর ব্রীজ থেকে ১ কিলােমিটার সীমানার মধ্যে বালু উত্তোলন করছিল ওই ইজারাদার । আইনানুযায়ী সেতুর ১ কিলােমিটারের মধ্যে বালু উত্তোলন করা যাবে না । তাই ২০১০ সালের ওই আইনের ৪ এর ( খ ) ধারা মােতাবেক ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । তাছলিমা শিরিন জানান , এসময় তাকে আইন মেনে বালু উত্তোলনের নির্দেশনা দেয়া হয়েছে । অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রাখা হবে ।