বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> ফেনী
  • ফেনীতে পর্যটন বিষয়ে অনলাইন কর্মশালা
  • ফেনীতে পর্যটন বিষয়ে অনলাইন কর্মশালা

    পর্যটন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, উন্নয়ন ও পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ এবং বাংলাদেশে পর্যটন মহাপরিকল্পনা প্রনয়ণে সহায়তাকরণ বিষয়ে অনলাইন কর্মশালার আয়োজন করেছে ফেনী জেলা প্রশাসন।

    মঙ্গলবার (০৮সেপ্টেম্বর) দুপুর ফেনী জেলা প্রশাসক মিলনায়নে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী (এমপি)।

    অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ।

    মূল প্রবন্ধের প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ফেনীর উপ-পরিচালক ড.মঞ্জুরুল ইসলাম, পুলিশ সুপার র মোঃ নুর নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তার।

    কর্মশালায় ফেনীর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান ফেনীর পর্যটন স্পটগুলোর সাথে পরিচয় করিয়ে দেন এবং এ জেলার পর্যটন সম্বাবনা নিয়ে আলোচনা করেন। কর্মশালায় জেলার পর্যটন খাতের সাথে সম্পৃক্ত আরো অনেকে উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!