ফেনীতে দীর্ঘদিন হাঁড় ভাঙ্গার চিকিৎসার নামে প্রতারণার দায়ে আলাবক্স নামের একটি ভূয়া প্রতিষ্ঠানের তিনটি চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সাইফ উদ্দিন জুলফিকার নামের এক ভুয়া চিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড সহ ইকবাল হোসেন মামুন নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৩১আগষ্ট) বিকেলের দিকে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ফেনীর বিভিন্ন স্থানে ডাক্তার আলাবক্স নামে হাঁড়ভাঙ্গা চিকিৎসার চেম্বার খুলে একটি চক্র প্রতারণা করে আসছেন। সোমবার এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনীতে তাদের ৩ টি চেম্বারে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৌমিতা দাশ জানান, অভিযানে ভুয়া চিকিৎসক ইকবাল হোসেন মামুন নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাইফ উদ্দিন জুলফিকার নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তিনটি আলাবক্স চেম্বারকে সিলগালা করা হয়।
অভিযানে অংশ নেওয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. তাহসিন নুর অমি জানান, আধুনিক চিকিৎসার যুগে আলাবক্স চেম্বার গুলোতে হাঁড় ভাঙ্গার চিকিৎসায় দা, ছুড়ি ও কাঁচি ব্যবহার করা হচ্ছিল। তাদের এমন কর্মকাণ্ড সবাইকে অবাক করেছে।