ফেনীতে স্বাস্থ্যবিধি সহ সরকারী নির্দেশনা অমান্য করে গণপরিবহণ পরিচালনা করায় ৩ টি গণপরিবহণকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার দুপুরে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মহিপাল টার্মিনাল ও এস.এস.কে সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গণপরিবহণে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ছাড়া যাত্রী উঠানো ও অতিরিক্ত যাত্রীবহন করার অপরাধে শাপলা পরিবহণের বাস মালিক মোঃ জহিরুল হক কে ২০ হাজার টাকা এবং শ্যামলী পরিবহনের ড্রাইভার আলমগীর কে ১ হাজার টাকা সহ দিদার পরিবহণ নামে যাত্রীবাহী একটি বাস কাউন্টারে ভাড়ার তালিকা হাল নাগাদ করে টাঙ্গিয়ে না রাখায় ম্যানেজার রাজীব কে নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।এসময় স্বাস্থ্যবিধি না মানায় ও প্রকাশ্যে ধুমপান করায় এক পথচারীকে ২০০ টাকা জরিমানা আরোপ করে ভ্রাম্যমাণ আদালত। এতে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল।