ফেনীর সোনাগাজীতে পুকুর থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারের মসজিদ পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,সকালে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়।একপর্যায় পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিস এর সহযোগীতায় লাশটি উদ্ধার করে।পরে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক সাজেদুল জানান,নিহতের শরীরের কোন কাপড় পরিধান ছিলোনা।পাশাপাশি তার সাথে কোন পরিচয় পত্র পাওয়া যায়নি। তবে ঘটনার কারন ও তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।