ফেনীর সোনাগাজীতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল (১৬) বছর বয়সী নবম শ্রেনীর এক স্কুল ছাত্রী। বুধবার দুপুরে সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের কোরবান আলী হাফেজ বাড়ীতে মেয়েটির জমজমাট বিয়ের আয়োজনের প্রস্তুতি চলছিলো।পরে সেখানে হানা দিয়ে বিবাহ অনুষ্ঠান বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা জানান, গোপন সংবাদে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে হাজির হোন।এসময় দেখতে পান মালায়েশীয়া প্রবাসী বেলায়েত হোসেনের কন্যা ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর সাথে পাশের গ্রামের আলাউদ্দিন নামে এক যুবকের পুরোদমে বিয়ের প্রস্তুতি চলছে। একপর্যায় কনের পরিবারকে ৩ হাজার টাকা জরিমানাসহ ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়ার জন্য পরিবারের কাছ থেকে অঙ্গিকার নামা নিয়ে বিবাহ বন্ধ করে দেন।পাশাপাশি পাত্র পক্ষের বাড়ী গিয়ে অপ্রাপ্ত বয়স্ক কোন কনেকে বিয়ে না করার জন্য তাদের সতর্ক করে দেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের, চরমজলিশপুর ইউপির ৮নং ওয়ার্ড ইউপি সদস্য শাহজাহান সাজু ও পুলিশ সদস্যরা সহ প্রমূখ।