ফেনীতে ব্যাংকিং সেবা মানুষের দৌড়গড়ায় পৌছে দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর আউটলেট এজেন্ট উদ্ধোধন করা হয়েছে।সোমবার সকালে সদর উপজেলার নতুন রানীরহাট বাজারে এটি উদ্বোধন করা হয়।
এজেন্ট ব্যাংকটির পরিচালক সাইদুল হক সোহেলে পরিচালনায় সামছুল হকের সভাপতিত্বে প্রতিষ্ঠানটি ফিতা কেটে উদ্ভোধন করেন শহর কলেজ রোড শাখা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মনসুর আলম।
এসময় উপস্থিতিরা বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে ইসলামী ব্যাংকের কার্যক্রম সহায়ক হবে। তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।