বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • দাগনভূঞা >> ফেনী
  • ফেনীর দাগনভূঞায় করোনা আক্রান্ত একই বাড়ীর ১৮ জনই সুস্থ হয়ে উঠেছেন
  • ফেনীর দাগনভূঞায় করোনা আক্রান্ত একই বাড়ীর ১৮ জনই সুস্থ হয়ে উঠেছেন

    ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের দিগেন্দ্র ব্যাপারী বাড়ির ১৮ জন করোনা আক্রান্তের সকলে সুস্থ হয়েছেন। আজ সোমবার (২৯ জুন) নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো দ্বিতীয় নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।

    দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবায়েত বিন করিম জানান,ওই বাড়িতে সর্বপ্রথম হরিলাল নাথ, কিরন বালা,বজ্রগোপাল নাথ করোনা ভাইরাস শনাক্ত হয়।পরে ক্রমান্বয়ে একই পরিবারের ১২ জনসহ মোট ১৮জনের করোনাভাইরাস শনাক্ত হয়।এদের মধ্যে ৬ বছরের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধা,একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন।আজ সোমবার দ্বিতীয় দফা সংগৃহীত নমুনার ফলাফলে সকলের নেগেটিভ এসেছে।তাই তাদের সকলকে সুস্থ ঘোষণা করা হলো।একসাথে বাড়িটি লকডাউন মুক্ত করা হলো।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!