বৈশ্বক মহামারী করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত ফেনীর মুমূর্ষ রোগীদের জন্য জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোরশেদ আলম মিলন এর নিজ উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা চালু করা হয়েছে৷ শনিবার সকালে শহরের একটি কনভেনশন হলে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম উদ্ধোধন করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার৷
জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ন আহবায়ক এয়াকুব নবী, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদসহ প্রমূখ।
এসময় তারা জানান, ফ্রি অক্সিজেন সেবার জন্য একটি কুইক কন্ট্রোল রুম খোলা হয়েছে।সেখানের ০১৮৪২-৯৮৩২৬১ এই নাম্বারে ফোন করলে ফেনী জেলার যে কোন প্রান্তরে ফ্রি পৌছে দেয়া হবে অক্সিজেন সেবা। পাশাপাশি প্রত্যেক উপজেলাতে একটি টিম থাকবে যারা আক্রান্ত মূমূর্ষ রোগিদের বাড়িতে ফ্রি অক্সিজেন সেবা সেট করে দিয়ে আসবেন৷
জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, প্রথম অবস্থায় ১০টি অক্সিজেন সিলেন্ডার নিয়ে সেবাটি চালু করা হয়েছে৷আর পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী সিলেন্ডার সংখ্যা আরো বাড়ানো হবে৷ তবে সেবা গ্রহন করতে হলে অবশ্যই রোগীকে চিকিৎসকের ব্যবস্থা পত্র দেখাতে হবে৷
কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিত্রনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম বাচ্চু। ফেনী পৌর বিত্রনপিরর সসদ্য আবুল হোসেন , ফেনী জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাহিদ হোসেন শিমুল। জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান,জেলা ছাত্রদলের সিনিয়র-যুগ্ন সম্পাদক কাজী নজরুল ইসলাম (দুলাল),যুগ্ন সম্পাদক মজুমদার রশিদ, খোরশেদ আলম শান্ত,তাজুল ইসলাম পাভেল,রাজন মজুমদার,সহ সাধারন সম্পাদক,জিল্লুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,দপ্তর সম্পাদক অারিফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সদস্য ইস্রাফিল মাসুদ, সহ প্রচার সম্পাদক অাশিকুর রহমান অাশিক,মানবাধিকার সম্পাদক গিয়াস উদ্দিন স্বপন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক, বিপ্লব চন্দ্র দাস,সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ন অাহবায়ক ও জেলা ছাত্রদল সদস্য নুর অালম সোহাগ, জেলা ছাত্রদলের সদস্য নজরুল ইসলাম,অাল মমিনুর রহমান তারেক,সদর উপজেলা ছাত্রদল নেতা মাইন উদ্দিন হৃদয়।