ফেনীর দাগনভূঞায় মোহাম্মদ ইউসুফ (২৪)নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের একটি ফসলির জমির ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, যুবকের লাশ ডোবায় ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। পরে তার পকেটে থাকা একটি আইডি কার্ড দেখে জানা যায় তার নাম মোহাম্মদ ইউছুপ। সে চট্টগ্রামের ইস্পাহানি এলাকার পাহাড়তলী টেক্সটাইল এন্ড হোসিয়ারি মিলস এর প্রোডাকশন হেলপার হিসেবে কর্মরত ছিলো।পুলিশের ধারনা তাকে অন্যত্র হত্যা করে লাশ এ স্থানে ফেলে গেছে দূবৃত্তরা।
দাগনভূঞার কোরাইশমুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক জানান,নিহত যুবকের মাথায় এবং হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ক্ষতিয়ে দেখছে তারা।