বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ফেনী >> সোনাগাজী
  • ফেনীতে করোনায় আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু
  • ফেনীতে করোনায় আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু

    ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবদুল্লাহ আল মামুন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্বর, কাশি, শ্বাসকষ্টে নিয়ে তার মৃত্যু হয়।তিনি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের উত্তর পালগিরি এলাকার বাসিন্দা।

    পারিবার ও হাসপাতাল সূত্র জানায়, আবদুল্লাহ আল মামুন সোনাগাজী পৌরশহরে একটি কোম্পানীতে মার্কেটিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় গত ৭ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সন্দেহে নমুনা জমা দেন।পরে ১২ জুন তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।একপর্যায় তার শ্বাসকষ্ট ও কাশি বেড়ে সংকটাপন্ন হওয়ায় শুক্রবার সকালে তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।কিন্তু বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

    উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউজ্জামান বাবু বলেন, পরে উপজেলা প্রশাসনের সহায়তায় বিশেষ ব্যবস্থায় জানাযা সহ দাফন দেয়া হয়।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!