চলমান পরিস্থিতিতে কর্মহীন পড়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে করােনায় আক্রান্ত হওয়া ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞার আশু রােগমুক্তি কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বিকালে তিনি মেজবাহ উদ্দিন ভূঞার মােবাইলে ফোন দিয়ে তার শারীরিক ও পারিবারিক সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং আশু রােগমুক্তি ও মঙ্গল কামনা করে শুভকামনা জানান।
মেজবাহ উদ্দিন ভূঞা জানান , গত ৩১ মে করােনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম । এরপর ৩ জুন রিপাের্টে করােনা পজেটিভ পাওয়া যায় । সে থেকে বাসায় আইসােলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি ।এর আগে তিনি করােনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের মাঝে ব্যাপক ত্রান বিতরণ করেছেন।