বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ফেনী
  • ফেনী পৌর বিএনপি নেতা মেজবাহ’র খোঁজ নিলেন তারেক রহামান
  • ফেনী পৌর বিএনপি নেতা মেজবাহ’র খোঁজ নিলেন তারেক রহামান

    চলমান পরিস্থিতিতে কর্মহীন পড়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে করােনায় আক্রান্ত হওয়া ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞার আশু রােগমুক্তি কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বিকালে তিনি মেজবাহ উদ্দিন ভূঞার মােবাইলে ফোন দিয়ে তার শারীরিক ও পারিবারিক সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং আশু রােগমুক্তি ও মঙ্গল কামনা করে শুভকামনা জানান।

    মেজবাহ উদ্দিন ভূঞা জানান , গত ৩১ মে করােনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম । এরপর ৩ জুন রিপাের্টে করােনা পজেটিভ পাওয়া যায় । সে থেকে বাসায় আইসােলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি ।এর আগে তিনি করােনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের মাঝে ব্যাপক ত্রান বিতরণ করেছেন।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!