ফেনীতে আরও ৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এনিয়ে জেলায় আক্রান্ত হয়েছেন ৪শ ১১ জন।আর মৃত্যুবরণ করেছেন ৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেনসহ চারজন পুলিশ সদস্যসহ ব্যাংকার রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়,নতুন সদর উপজেলায় ১০, ছাগলনাইয়ায় ১৮ ও দাগনভুঞায় ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সদর উপজেলায় ১০ জনের মধ্যে তিনজন পুলিশ সদস্য। দুইজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ছাগলনাইয়া উপজেলায় ১৮ জনের মধ্যে পাঠাননগর ইউনিয়নের গতিয়া সোনাপুর এলাকার একই পরিবারের তিনজন। এছাড়া পৌরসভা এলাকায় ১০ জন, শুভপুর ইউনিয়নে ২ জন, রাধানগর, মহামায়া ও ঘোপাল ইউনিয়নে ১ জন করে রয়েছেন। দাগনভূঞা উপজেলায় একজন পুলিশ সদস্য ও দুইজন ব্যাংক কর্মকর্তাসহ আক্রান্ত ১১ জন।