ফেনীতে নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।জেলায় এখন পর্যন্ত ২৬৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এছাড়া মৃত্যুবরণ করেছেন ৭ জন।রোববার (৭ জুন) সকালে জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দাগনভূঞায় আটজন, সোনাগাজীতে সাতজন ও পরশুরামে একজন রয়েছেন।জেলায় সুস্থ হয়েছেন ৬৭ জন। মারা গেছেন সাত জন।
জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, শনিবার (৬ জুন) পর্যন্ত জেলায় দুই হাজার ৩৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্য থেকে থেকে এক হাজার ৯৩৫ জনের প্রতিবেদন আসে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজ ল্যাবে এ নমুনাগুলো পাঠানো হয়।