ফেনীতে করোনা উপসর্গ নিয়ে আইসােলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বুধবার সকালে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করােনাভাইরাস উপসর্গ নিয়ে তার ব্যক্তির মৃত্যু হয় । মৃত্যুর পর করোনা সন্দেহে তার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি ফেনী ফেনী সদরের কাজীরবাগের রুহিতিয়ায় এলাকায়।
জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ( আরএমও ) ডাঃ ইকবাল হােসেন ভূঁইয়া জানান,মঙ্গলবার ( ২ জুন ) রাত সাড়ে এগারােটার দিকে ৭০ বয়সী ওই বৃদ্ধ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে তাকে আইসােলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
তাকে বিশেষ ব্যবস্থায় জানাযা সহ দাফন দেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।