ফেনীর দাগনভূঞায় প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রনি নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় দাগনভূঞা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সেকেন্দারপুর গ্রাম থেকে বখাটে প্রচারকারী রনিকে আটক করে।
আটককৃত বখাটে মোঃ ইকবাল হোসেন রনি (২৭) দক্ষিণ সেকেন্দারপুর গ্রামের কাজিম পাটোয়ারী বাড়ীর আনোয়ার হোসেন স্বপনের ছেলে।
অভিযোগকারী প্রবাসীর স্ত্রী জানান, বখাটে রনি তার ব্যক্তিগত মোবাইল গান শোনার কথা বলে নিয়ে মোবাইলে রক্ষিত আমার স্বামী ও আমার একান্ত ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও চুরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।একপর্যায় এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।ঘটনায় উক্ত বখাটের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
দাগনভূঞা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ আরো জানান, প্রবাসীর স্ত্রীর অনুমতি ব্যতীত তথ্য সংগ্রহ পূর্বক পরিচয় গোপন করে মানহানিকর এবং অপ্রীতিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া প্রবাসীর স্ত্রী দাগনভূঞা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলার নং- ১/৮৪।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আসলাম জানান, আটককৃত বখাটেকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।