করোনা পরিস্থিতির পর থেকে অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়াসহ তাদের পাশে দাঁড়িয়েছেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।পাশাপাশি সহযোগীতা করেছেন মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ খাদেমদের।প্রতিদিন তৈরিকৃত ইফতার দিচ্ছেন মহাসড়কে চলাচলকারী চালক শ্রমিকদের মাঝে।
আজ সকালে পূনরায় তার ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন হতদরিদ্র,অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।শহরের মহিপাল কোব্বাত আহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ৩ হাজার পরিবারের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান।
এসময় প্রতি পরিবারকে ১০ কেজি চাল, চিনি, তেল, সেমাই, দুধ , আটা, লবন, ডাল, মবজি দেওয়া হয়।
প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ব্যক্তিগত ভাবে ইতিমধ্যে তিনি হাজারাে অসহায় লােকজনকে কয়েকধাপে সহযােগিতা করেছেন । পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে বলে জানান তিনি।
এতে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির খান, হাজী পাড়া ক্রীড়াচক্রের সভাপতি মাইন উদ্দন সুমন সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।