বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ফেনী >> ফেনী সদর
  • কর্মহীন অসহায় পরিবারের পাশে ফেনী পৌর বিএনপি
  • কর্মহীন অসহায় পরিবারের পাশে ফেনী পৌর বিএনপি

    বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ফেনীর রামপুর ১৫ নং ওয়ার্ডে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দুস্থ, অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে পুর্ব মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩’শত হতদরিদ্র পরিবারকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

    বিতরণ কার্যক্রমে উপস্হিত ছিলেন জেলা বিএনপি ‘র আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি, জেলা বিএনপি ‘র সদস্য নুর হোসেন সেলিম, পৌর বিএনপি ‘র আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল এবং ১৫ নং ওয়ার্ড বিএনপি ‘র সভাপতি মনির আহাম্মদ বাচ্চু , সাধারন সম্পাদক সাহাব উদ্দিন, যুবদলের নেত মাইন উদ্দিন মায়া সহ ওয়ার্ড বিএনপি ‘র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এসময় আয়োজকরা জানান,করোনা চলমান অচলাবস্থায় মানুষ যতদিন কর্মহীন থাকবে ততদিন তাদের সাহায্য সহযোগিতা চলবে। পর্যায়ক্রমে ফেনী পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে বিএনপি ‘র উদ্দ্যেগে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে।প্রয়োজনে বাড়ী বাড়ী গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হবে।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!