বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ছাগলনাইয়া >> দাগনভূঞা >> ফুলগাজী >> ফেনী >> ফেনী সদর >> সোনাগাজী
  • ফেনীতে নতুন করে এক স্বাস্থকর্মীর করোনা শনাক্ত, জেলায় মোট ২৭ জন আক্রান্ত
  • ফেনীতে নতুন করে এক স্বাস্থকর্মীর করোনা শনাক্ত, জেলায় মোট ২৭ জন আক্রান্ত

    ফেনীতে নতুন করে স্বাস্থ্যবিভাগের এক স্বাস্থকর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২৭ জনের মধ্যে দুই চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগের ৯ জন শনাক্ত হয়েছেন।

    স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ওই যুবক জেলা সিভিল সার্জন কার্যালয়ে কর্মচারী। বুধবার ফেনী জেনারেল হাসপাতালে তার নমুনা সংগ্রহ করে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার তার নমুনা প্রতিবেদনে পজেটিভ আসে।তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।

    জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় মোট ২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে সদর উপজেলায় ১০ জন, দাগনভূঞা উপজেলায় ৫ জন, ফুলগাজী উপজেলায় ২ জন, ছাগলনাইয়া উপজেলায় ৭ জন, সোনাগাজী উপজেলায় ২ জন, একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন।

    এ পর্যন্ত ৯শ ৪ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে থেকে ৫শ ৭৩ জনের নমুনা প্রতিবেদন আসে।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!