বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ছাগলনাইয়া >> ফেনী >> ফেনী সদর
  • ফেনীতে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা, নতুন ৫ নারীসহ ৭ জন করোনা শনাক্ত
  • ফেনীতে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা, নতুন ৫ নারীসহ ৭ জন করোনা শনাক্ত

    ফেনীতে নতুন করে আরো ৫ নারীসহ ৭ জন করোনা আক্রান্ত হয়েছে।এদের মধ্যে সদর উপজেলায় ১ জন ও ছাগলনাইয়া উপজেলায় একই পরিবারের ৬ জন শনাক্ত হয়েছেন।এনিয়ে জেলায় মোট ২৬ জন আক্রান্ত। এর মধ্যে ৩জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন বলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন নিশ্চিত করেছেন।

    জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় মোট ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে সদর উপজেলায় ৯ জন, দাগনভূঞা উপজেলায় ৫ জন, ফুলগাজী উপজেলায় ২ জন, ছাগলনাইয়া উপজেলায় ৭ জন, সোনাগাজী উপজেলায় ২ জন, একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।

    বুধবার পর্যন্ত ৬৭ জন সহ গত ৪৪ দিনে এ পর্যন্ত ৮শ ৮৯ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ৫শ ৭৩ জনের নমুনা প্রতিবেদন আসে।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!