ফেনী সদর উপজেলায় দুই গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সদর উপজেলার লেমুয়ায় এলাকায় নাইমা আক্তার(২২) নামে এক গৃহবধু ও রোববার রাতে উপজেলার পাঁঁচগাছিয়ায় মুন্নি আক্তার নামে আরেক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্বজনরা জানায়, সদর উপজেলার পাঁঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামের দুুধ ব্যপারী বাড়ির গৃহবধূ মুন্নি আক্তার গালায় ফাঁস দেয়া ঝুলান্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়।পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। গৃহবধূ মুন্নি আক্তার গত দুই বছর আগে প্রেম করে মো: রাসেল এর সাথে বিয়ে হয়। তাদের সংসারে ১৪ মাস বয়সী ছেলে সন্তান রয়েছে।
অপরদিকে লেমুয়ায এলাকায় নাইমা আক্তার নামে এক গৃহবধুর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত গৃহবধূ একই ইউনিয়নের টঙ্গির পাড় গ্রামের ফজলুল হকের মেয়ে।
ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আলী জানান, দুই গৃহবধুর লাশ মর্গে পাঠানো হয়েছে। পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দু টি ঘটনাই ক্ষতিয়ে দেখছে পুলিশ।