ফেনীতে ৮ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ফ্লাইওভারের নিচ থেকে একটি কাভার্ড জব্দ করে পুলিশ। এসময় গাড়ির মিটার বক্সে গোপনে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৮ হাজার পিস ইয়াবাসহ শামীম হাওলাদার (২৬), সাব্বির (২১), রবিউল (২৪) ও রাব্বীকে (২২) আটক করে পুলিশ।
ফেনী শহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক সুদ্বীপ রায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে ফ্লাইওভারের নিচে চেকপোষ্ট বসায় পুলিশ। এসময় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যান মহিপাল এলাকায় থামাতে সংকেত দিলে তা না থামিয়ে ফেনী শহরের ট্রাংক রোড অভিমুখে চালক গাড়িটি ঘুরিয়ে দেয়। পরে পিছন দিক থেকে পুলিশ ধাওয়া করে কাভার্ডভ্যানটি আটক করে। এসময় তল্লাশি করে গাড়ির মিটারবক্সে সুকৌশলে গোপনে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। একপর্যায় গাড়িতে থাকা শামীম হাওলাদার, সাব্বির, রবিউল ও রাব্বীকে আটক করে পুলিশ। আটককৃতরা বরিশাল জেলার বাসিন্দা।
ফেনী শহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুদ্বীপ রায় আরো জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।