বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ফেনী >> ফেনী সদর
  • ফেনীর ১শ ২৬টি ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের ইফতার সামগ্রী দিলেন নিজাম হাজারী
  • ফেনীর ১শ ২৬টি ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের ইফতার সামগ্রী দিলেন নিজাম হাজারী

    করোনা ভাইরাসে সৃষ্ট সংকটাপন্ন পরিস্থিতিতে ফেনী পৌরসভা ও সদর উপজেলার ১শ ২৬টি ওয়ার্ডের আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে ব্যক্তি তহবিল থেকে ইফতার সামগ্রী উপহার দিয়েছেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।মঙ্গলবার দুপুরে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে তিনি বিতরণ কার্যক্রম শুরু করেন।

    এসময় জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজজমান, পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, সদর উপজেলা সভাপতি করিম উল্লাহ বি.কম, সাধারণ সম্পাদব শুসেন চন্দ্র শীল, পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

    প্রতি প্যাকেটে ৫ কেজি ছোলা, ৪ কেজি আলু ১ কেজি মসুর ডাল, ১ কেজি খেজুর, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তৈল প্রদান করা হয়। এর আগে তার পক্ষ থেকে ফেনী জেলায় ১ লাখ ৭৮ হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করা হয়।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!