ফেনীতে পৃথক স্থানে পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকালে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দক্ষিণ চর সোনাপুর গ্রামের মিজানুর রহামানের ছেলে রিজভী হোসেন (৫) ও মেয়ে তাসপিয়া (৪) খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। একপর্যায়ে তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পায়নি পরিবার সদস্যরা। পরে স্থানীয়রা বাড়ীর পাশে পুকুরে মৃতদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।
অন্যদিকে দাগনভূঞা উপজেলার সালাম নগর গ্রামে প্রবাসী মো. আবু তাহেরের ছেলে তানজিমুল আহম্মেদ তাওসিফ (৩) নামে এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পরিবার সূত্র জানায়, শিশুটি বাড়ীর সামনে একা খেলা করছিল। এক পর্যায়ে তাকে মৃত অবস্থায় পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে দ্রুত দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।