বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ছাগলনাইয়া
  • নির্দেশনা না মানায় ছাগলনাইয়ায় ৫ ব্যক্তিকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা
  • নির্দেশনা না মানায় ছাগলনাইয়ায় ৫ ব্যক্তিকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা

     

    ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে করোনা রোধে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ৫ জন ব্যক্তিকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
    ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নাহিদা আক্তার তানিয়া ৪ মে সোমবার সকালে এ অভিযান পরিচালনা করেন।
    ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার তানিয়া জানান, ছাগলনাইয়া পৌর শহরে করোনা রোধে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ৫ জন ব্যক্তিকে ৫ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে ।
    এছাড়া ছাগলনাইয়া বাজারে অবস্থিত ৭ টি মার্কেটের (এস. আলম মার্কেট, নিউ মার্কেট, মীর শপিং সেন্টার, ইসলাম প্লাজা, খাজা প্লাজা, ভূইয়া মার্কেট, আহসান উল্লাহ শপিং সেন্টার) দোকান মালিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ অঙ্গীকার করেন যে, সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত তারা আর দোকান খুলবেন না। যারা নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এর পাশাপাশি গণজমায়েত করে আড্ডা না দেওয়ার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!