বৈশ্বিক মহামারী করোনা প্রাদুর্ভাবে আর্থিক সংকটে পড়েছেন দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষজন। এর প্রভাব পড়েছে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝেও। চলমান এ সংকটে ফেনী পৌর যুবলীগের সাধারণ নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব।
রোববার (২ মে) ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের নেতাকর্মীদের হাতে তিনি এসব উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী, জেলা যুবলীগের সদস্য গাজী খালেদ ইমাম জুয়েল, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁঞা, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন বাবলু, ফেনী পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলী আশ্রাফ রুবেল হাজারীসহ অন্যান্য নেতাকর্মীরা।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব বলেন, নেতাকর্মীদের মাঝে উপহার প্রদান এটি একটি চলমান প্রক্রিয়া। যখন যেখানে কর্মহীন হয়ে পরা যুবলীগ নেতাকর্মীর খবর পাবো, সেখানে তাদের প্রত্যেকের মাঝে উপহার পৌঁছে দেয়া হবে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।