বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ফুলগাজী
  • ফুলগাজীতে বেশী দামে পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা অর্থদণ্ড
  • ফুলগাজীতে বেশী দামে পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা অর্থদণ্ড

    একে করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও রমজান অন্যদিকে আসছে ঈদ।তাই মানুষের মধ্যে অতিরিক্ত পণ্য কেনার প্রবণতা বেড়েছে প্রচুর। সেই সুযোগ কাজে লাগিয়ে অনেক অসাধু ব্যবসায়ী হঠাৎ করে নিত্যপন্য দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছেন।

    তাই অতিরিক্ত মুল্য নিয়ন্ত্রণে রোববার দুপুরে ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদ হাট বাজারে অভিযান চালিয়েছেন ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল দাস।
    এসময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করার দায়ে বাজারের হারাধন স্টোরকে চার হাজার ৫শ টাকা, মামুন স্টোরকে দুই হাজার টাকা ও মূল্য তালিকা না থাকায় আবু স্টোরকে দুই হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেন।

    ভ্রাম্যমান আদালতের নির্বাহী কর্মকর্তা সজল দাস তিন প্রতিষ্ঠানের কাছ থেকে আট হাজার ৫০০ টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।

    তিনি জানান, করোনাভাইরাসকে কেন্দ্র করে অতিরিক্ত পণ্য কেনার প্রবণতার কারনে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। অভিযানের মাধ্যমে বিক্রেতাকে জরিমানার পাশাপাশি ক্রেতাদেরও সতর্ক সহ বাজার মুল্য নিয়ন্ত্রণ করা হচ্ছে।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!