ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দশ জন আহত হয়েছে।মঙ্গলবার ২৮ এপ্রিল রাত ৮ টায় উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর মাষ্টার বাড়ীতে এ ঘটনাটি ঘটে ।
পরে ঘটনায় ভুক্তভোগী মহিউদ্দিন বাদী হয়ে ১১ জন অজ্ঞাত নামাসহ আরো ৬ জনকে আসামী করে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, পুর্ব শত্রুতার জের ধরে একই বাড়ির মো: মহসিন (৩২), ছানাউল্যাহ্ (৫৫), বাহার আহম্মদ (৭০), মোঃ সাপু (৪৫), শহীদ উদ্দিন সুমন (৪২), কামাল উদ্দিন (৫০), বুড়ু মিয়া (৬০), মোঃ রাসেল (২৫), মোঃ মিলন (৩০), শামিনা বেগম(৩০), মোঃ পারভেজ (২২) সহ বেশকয়েকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ধামা, কিরিচ ও লোহার রড় নিয়ে বাদী মোঃ মহিউদ্দিন এর বসত ঘরে এলোপাতাড়ি কুপিয়ে অন্তত ১০ জনকে জখম করে এবং মহিলাদের শ্লীলতাহানি করে।এসময় আসামীরা ঘরের আসবাব পত্র ভাংচুর করে নগদ প্রায় তিন লক্ষ টাকা, ১ টি স্যাম্পনি মোবাইল, ১ ভরি ওজনের স্বর্নের চেইনসহ অন্যন্য জিনিস পত্র লুটে নিয়ে যায়।
বাদী মোঃ মহিউদ্দিন জানান,বাথরুমের জায়গার তুচ্ছ ঘটনায় পূর্ব পরিকল্পিত ভাবে আসামীরা এলোপাতাড়ি কুপিয়ে মোঃ জসিম উদ্দিন (৫০), মোঃ আসিফ (২২), শাহেনা আক্তার (৪০), তানিয়া (২৪), আবু তাহের স্বপন (৪৫), মোঃ মহিউদ্দিন (৪৫), মোঃ সাহাবউদ্দিন (৬৫), মোঃ মোমিন (৬৭), ডেইজি আক্তার (২০), সোহেলসহ (৩০)সহ সকলকে মারাত্মক জখম করে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।কিন্তু গুরুতর জখম হওয়ায় মোঃ জসিম উদ্দিন ও শাহেনা আক্তারকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।