ফেনীর ছাগলনাইয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব না রাখাসহ নির্দেশনা অমান্য করায় ১৩ প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ছাগলনাইয়া জমদ্দার বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া জানান,করোনা রোধে জারিকৃত নির্দেশনা অমান্য করে দোকানীরা স্থানান্তরিত খোলা মাঠের নতুন কাঁচা বাজারে দোকান না বসিয়ে পুণরায় বাজারে দোকান পরিচালনা করার অপরাধে ১৩ দোকান মালিকের মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় হাট বাজারে গণজমায়েত করে আড্ডা না দেয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসাধারনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
অভিযানে উপজেলা ও পৌরসভার কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।