বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ফেনী >> সোনাগাজী
  • সোনাগাজীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা, আটক-৩
  • সোনাগাজীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা, আটক-৩

    ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।এঘটনায় ৩ জনকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।সোমবার রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের মধ্যম সুলতানপুর সদর নায়েবের হাট এলাকায় এঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়,রাতে একদল দূবৃত্ত সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি শাকিলের সাথে বাকবিতাণ্ডায় জড়ায়। একপর্যায় তারা শাকিলকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

    খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে বলে ওসি মঈন উদ্দিন আহাম্মেদ নিশ্চিত করেন।

    এ ব্যপারে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মীর এমরান বলেন,
    অপরাধী যেই হোক তাকে কোন ছাড় নেই। প্রাথমিক অবস্থায় আহত শাকিলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরবর্তীতে আইনিভাবে পদক্ষেপ নেয়া হবে।

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ছেলে মহিউদ্দিন মহিমের নেতৃত্বে এ ঘটনােটি ঘটেছে।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!