বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ছাগলনাইয়া >> দাগনভূঞা >> পরশুরাম >> ফুলগাজী >> ফেনী >> ফেনী সদর >> সোনাগাজী
  • ফেনীতে এসপির নির্দেশে বৃদ্ধের টাকা ফেরত দিলো এএসআই
  • ফেনীতে এসপির নির্দেশে বৃদ্ধের টাকা ফেরত দিলো এএসআই

    ফেনী শহরের চাঁড়িপুরে বৃদ্ধের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিয়েছে এএসআই আলমগীর হোসেন।রবিবার রাতে পুলিশ সুপারের নির্দেশে ফেনী মডেল থানার ওসির উপস্থিতিতে উল্লেখিত টাকা ফেরত দেয়া হয়।

    এলাকাবাসী ও ভুক্তভোগির পরিবার সূত্র জানায়, রবিবার সকালে শহরের চাঁড়িপুর এলাকার মাজারিয়া মসজিদ সংলগ্ন আহাদ মিয়া দু’জন শ্রমিক দিয়ে বাড়ি পরিচ্ছন্ন করছিলেন।এসময় টহলরত এএসআই আলমগীর হোসেন বৃদ্ধকে ডেকে শ্রমিক দিয়ে কাজ করানোর জন্য শাসিয়েছেন। একপর্যায়ে থানায় নিয়ে যাওয়ার হুমকি-ধমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। আহাদ মিয়া তাৎক্ষনিক ২০ হাজার টাকা দিয়ে ক্ষমা চান। ঘটনা জেনে আহাদ মিয়ার ভাতিজা আবদুল কাইয়ুম ফাহাদ সন্ধ্যায় পুলিশ সুপার খোন্দকার নুরূন্নবীকে অবহিত করেন।

    পরে বিষয়টি যাচাই-বাছাই করে সমাধানের জন্য মডেল থানার ওসি মো. আলমগীর হোসেনকে নির্দেশ দেন এসপি নূরুন্নবী। ঘটনার সত্যতা পেয়ে রাতেই আহাদ মিয়াকে থানায় ডেকে নেন ওসি। এসময় ১০ হাজার টাকা ফেরত দিয়ে ক্ষমা চান এএসআই আলমগীর।

    ভুক্তভোগী টাকা ফেরতপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি রাতেই থানায় সুরাহা হয়েছে।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!