বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ফেনী
  • ছাগলনাইয়ায় করোনা আক্রান্ত যুবকের পরিবার সদস্যসহ ২১ জনের নমুনা সংগ্রহ
  • ছাগলনাইয়ায় করোনা আক্রান্ত যুবকের পরিবার সদস্যসহ ২১ জনের নমুনা সংগ্রহ

    ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধু্গ্রামের করোনা ভাইরাস আক্রান্ত যুবকের পরিবারের ৬ সদস্যসহ ২১ জনের নমুনা সংগ্রহ করেছছে স্বাস্থ্য বিভাগের রেপিড রেসপন্স টিম। একই সাথে ওই যুবকের নমুনা সংগ্রহ বরা ব্যক্তিরও নমুনা সংগ্রহ করা হয়।

    সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, আজ শনিবার দুপুরে ওই এলাকায় গিয়ে আক্রান্ত যুবকের বাবা-মা সহ ৬ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম। এছাড়া জেলায় আরো ১৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহকৃত রক্তের নমুনা চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হবে।

    তিনি আরো জানান, ইতিমধ্যে ১শ ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল এসেছে ৬৯ জনের।

    ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিহাব রানা জানান, করোনা আক্রান্ত ওই যুবককে শুক্রবার রাতে ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশনে নেয়া হহয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে।

    প্রসঙ্গত: গত ২৫ মার্চ ওই যুবক ঢাকা থেকে গ্রামে আসেন। তার জ্বর-শ্বাসকষ্ট দেখা দিলে ১৪ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডি পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষার ফল পাওয়ার পর তার শরীরে করোনা ভাইরাস সংক্রমণ নি‌শ্চিত হয়। তার বয়স ২৮ বছর। তিনি ঢাকার মিরপুরে একটি মোবাইল কোম্পানীতে চাকুরী করেন।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!