ফেনীর ফুলগাজী থেকে ওএমএস এর ৬ বস্তা চাউল উদ্ধার করেছে পুলিশ।শনিবার সন্ধ্যায় উপজেলার আমজাদ হাট ইউনিয়নের ফেনাপুষ্কনী এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।এসময় চালসহ জাকির হোসেন সুমন নামে এক প্রবাসীকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাকির হোসেন নামে এক ওমান প্রবাসীর বাড়ী থেকে ৩০ কেজি করে ৬ বস্তা চাউল সহ তাকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভুমি কর্মকর্তা) নাসরিন সুলতানা কান্তা ও ফুলগাজী থানার অফিসার ইনচার্জ কুতুব উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
ঘটনায় ওএমএস ডিলার আবদুল আউয়াল নান্নু সহ দুজনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়।
খাদ্যবান্ধব এসব চাল এলাকার হতদরিদ্রের মাঝে ১০ টাকা করে বিক্রয় করার কথা ছিলো।