হঠাৎ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে ফেনী।শুক্রবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় মেঘাচ্ছন্ন হয়ে ঢাকা ছিল সদর উপজেলার সব এলাকা।ঘন কুয়াশার কারণে কাছের জিনিসও দেখা যাচ্ছিল না।
শহরের আদালত পাড়া,খেজুরিয়া এলাকার ব্যবসায়ী মুরাদ বলেন,ভোর হওয়ার আগে থেকেই শীতকালের মতো কুয়াশা দেখা যায়। তবে কুয়াশার কারণে শীত শীত ভাব না হয়ে ভ্যাপসা গরম ছিল।সকালে তিনি নিয়মিত হাঁটতে বের হলে এমন চিত্র দেখতে পান।
প্রকৃতির এমন বৈরী আচরণে রোগবালাই বাড়তে পারে বলে জানান ডায়াবেটিস হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: প্রদিপ রায়।
এ ব্যপারে নোয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক অসিম কুমার জানান আবহাওয়ার পরিবর্তনের ফলে অনেকে জ্বর-ঠান্ডাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।
তবে এ মুহূর্তে অসুস্থ হলে রোগীকে চিকিৎসা সেবা নিয়ে কিছুটা ভোগান্তিতে পড়তে হতে পারে।কারন বর্তমান করোনা পরিস্থিতিতে ঘর থেকে বের না হওয়াই ভালো।
তাই এমন অসুখে পড়লে মুঠোফোনে নিকটস্থ সাস্থ্য সেবার সাথে কথা বলে চিকিৎসা নিশ্চিত করতে হবে।