বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ফেনী
  • ফেনীতে করোনা রোধে ও খাদ্য সহায়তা দিতে একযোগে কাজ করার নির্দেশ: প্রধানমন্ত্রীর
  • ফেনীতে করোনা রোধে ও খাদ্য সহায়তা দিতে একযোগে কাজ করার নির্দেশ: প্রধানমন্ত্রীর

    করোনা পরিস্থিতি নিয়ে ফেনীর সর্বশেষ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (০৭এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।
    জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামানের সঞ্চালনায় প্রধানমন্ত্রীর সাথে আলাপে যুক্ত হন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

    এসময় সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনীতে এখন পর্যন্ত করোনা রোগী না পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সবাইকে করোনার বিস্তার রোধে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। একইসাথে কেউ যাতে খাদ্যদ্রব্য নিয়ে কষ্ট না করে সেদিকেও নজরর রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

    পরে ভিডিও কনফারেন্সে পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীর সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেস তিনি।

    কনফারেন্সে কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লে. কর্ণেল আসিফ আজমিন, সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন প্রমুখ প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক-নার্স, জনপ্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!