বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • দাগনভূঞা
  • তালিকায় বাদ পড়াদের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির দাগনভূঞার ইউএনও
  • তালিকায় বাদ পড়াদের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির দাগনভূঞার ইউএনও

    করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে খাদ্য সহযোগিতা ইতিমধ্যে কিছু দেয়া হয়েছে।বর্তমানে ২য় ধাপের জন্য তালিকা করা হচ্ছে। আজ রোববার দাগনভূঞা পৌরসভার রামানন্দপুর গ্রামে ও মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামে তালিকা প্রণয়নের কাজে ও প্রথম ধাপে কিছু বাদ পড়া অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান ।

    তিনি জানান, ইউনিয়ন পরিষদ কর্তৃক ত্রাণ বিতরণকালে বা তালিকা করার সময় অজান্তে কিছু নাম বাদ পড়ে থাকতে পারে। এছাড়াও তালিকা প্রস্তুতিকালীন অনেকের ভোটার আইডিকার্ড না থাকায় অনেক সময় ত্রাণের আওতায় হয়ত আসেনি। তাই আজ সেই সব পরিবারকে ত্রাণ পৌঁছে দিয়েছি।পর্যায়ক্রমে অসহায় দিনমজুর,পরিবহন শ্রমিক, কর্মবঞ্চিত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিবো ।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুর রহমান।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!